Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আড়িয়াল খাঁ নদী
বিস্তারিত

কেদাপুর ইউনিয়নের সীমানা উওরে সন্ধ্যা নদী পূর্বে আড়িয়াল খাঁ নদী, দক্ষিনে সুগন্ধা এবং পশ্চিমে আগরপুর নদী। কেদারপুর ইউনিয়নে ৬৮ টি খাল আছে। বাবু কেদারনাথ নামক একজন জমিদারের নাম অনুসারে কেদারপুর গ্রামের নামকরন করা হয় বৃটিশ সরকারের যখন পঞ্চায়েত প্রথা চালু করা হয় তখন প্রথম পঞ্চায়েত হন, কেদারপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন সমাজ সেবক, তাই ইউনিয়নের নাম কেদারপুর রাখা হয়। বর্তমানে কেদারপুর ইউনিয়নে ৯টি মৌজা আছে। ০১নং কিচমৎ ঠাকুরমল্লিক, ০২নং পূর্ব ভূতেরদিয়া, ০৩ নং পূর্ব কেদারপুর, ০৪নং দক্ষিন জাহাপুর,০৫ নং ভূতেরদিয়া,০৬ নং পশ্চিম ভূতেরদিয়া,০৭ নং দক্ষিন ভূতেরদিয়া, ০৮ কেদারপুর, ০৯ ছানী কেদারপুর।কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া এক ঘর জমিদার ও সম্ভ্রান্ত পরিবার হল খোন্দকার বাড়ী। বর্তমানে কেদারপুর নেয়ামৎউল্লা খালের পূর্ব পারে দক্ষিন ভূতেরদিয়া গ্রামে প্রাক্তন চেয়ারম্যান মরহুম আবদুল লতিফ হাওলাদার সাহেবের বাড়ীর সামনে তাঁরই প্রচেষ্টায় প্রথম ইউনিয়ন বোর্ডঘর তৈরী করা হয়। যা বর্তমানে কেদারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্্র নামে পরিচিত